Wednesday, March 31, 2010

কবিতার আলো একা

সফলতা আলো হয়ে এসে পড়ে মুখে

এখন সমস্ত প্রেম মেধার অসুখে

ল্যাপটপ স্ক্রিনে চোখ আঙুলে কীবোর্ড

গুগুলে বিশ্ব দেখি, চ্যাটরুমে রোজ –

কাউকে কি খুঁজি আমি? তেমন তো নয়

তাহলে কিসের টানে এত কথা ক্ষয়?

আসলে সমস্ত পাওয়া মেশে অবেলায়

চাওয়ার প্রহর কাটে অলীক খেলায় –

তাহলে কবিতা লেখা সেও শুধু খেলা ?

কেটেছে একেলা যত বিরহের বেলা

সে বিরহ জমে জমে স্তূপ হয়ে ওঠে

অথচ লাগে না ভার ! অসাড় স্নায়ুতে

মেধার প্রবল ঢেউ, বিদেহী ও’মন

প্রেমের কবিতা লিখে আবেগ মোক্ষণ

ঘটাতে পারিনি আমি, পথ খুঁজে ফেরা

রিসার্চ পেপার জুড়ে মেধাবী শব্দেরা

বইয়ের ভুবন থেকে আমার আঙুলে

কবিতার আলো, একা, আসে পথ ভুলে...

No comments: