Saturday, November 22, 2008

নিঃসময়ের কবিতা

 

‘সময় হয়নি’   

একথা বলেই

নীরব হয়েছ       তুমি

 

নির্জন তারা      

হৃদয় তখন

অনাশ্রয়িত          ভূমি

 

সেই ক্ষণে ছিল    

পরম লগন

নিঃসময়ের         শেষে

 

ভুল করে তবু

ফিরিয়ে দিয়েছ

বিষাদ-কে ভালো-  বেসে

 

কবিতাই প্রেম

প্রেমের কবিতা

এ শুধু আমার      চাওয়া

 

সেই প্রত্যয়ে

কেন এনে দাও

সাগরিক নোনা    হাওয়া !

 

 

উদাসীন

 

‘তোমার সে উদাসীনতা সত্য কিনা জানি না সে,

চঞ্চল চরণ গেল ঘাসে ঘাসে বেদনা মেলে...’

                                          - গীতবিতান

১.

প্রতীক্ষায় লীন তুমি

ভেবেছ ব্যর্থ দিন ,আমি

স্রোতের মতন উদাসীন !

 

সহসা ভেঙেছে ভুল সুরে

হারাক বেদনামূল দূরে

থাক্‌ চিরদিন

কবিতায় গেঁথে রাখি গভীর হৃদয়

প্রেম অমলিন।

 

২.

ঠিকানা বেভুল হলো তবে?

নাকি দূরসঞ্চারে গোপন অসুখ কোনো

মেঘের অচেনা মন উদাসীনতায় ভারি

যদি হবে

ভোরের আলোর চোখে স্নায়ব বেদনা

গাঢ় কেন?

চুইংগামের মতো ক্লান্ত অপেক্ষা

আজ যেন...

 

Sunday, October 26, 2008

সব পথ এসে


১.

আমার হৃদয়ে কোনো অবিশ্বাস নেই

আমি তো তোমাকে জানি!

যখনই জীবনে আসে ঝড়ের আঘাত –

আমরা ঈশ্বর মানি


মায়াবী বৃষ্টির কাছে ঋণ শোধ করে

সোনালি রোদের আলো;

রবীন্দ্র-প্রেমের গান শারদ মন্ত্রের মতো

আশিস জানালো...

 

২.

আমাদের ডেকে বলে     আযোজন পথ

:‘ভালোবাসো,জয়ী হও’ –নিলাম শপথ

জমানো বেদনা হলো       কবিতায় লীন

কুসুমিত সব কাঁটা,         প্রেম বাধাহীন...


(ভাষানগর_পুজো ১৪১৫)

Monday, October 20, 2008

জন্মদিনের কবিতা

ইদানিং গাঢ় স্বরে কিছুই বলি না

আগামী স্বপ্ন সব সরিয়ে রেখেছি ভীরু হাতে;

 

আবেগ-রঙিন পথে আমরা হাঁটি না

তর্কে জটিল প্রেম , কথার অভ্যাসে দিন কাটে

 

ব্যস্ত প্রহরে তবু কাজের বৃত্তে ঘুরে যাওয়া

দারুণ দহনবেলা... আমাদের সব চাওয়া-পাওয়া

 

কেমন শান্ত , যেন বরফ-কঠিন নিস্তব্ধতা -

প্রবল বিরোধাভাসে হারিয়েছি সেইসব কথা

 

যে কথা সবার নয়,তোমার-আমার চোখে লেখা...

মধ্যরাত্রে শুধু কবি ও কবিতা জাগে একা!                     

Thursday, August 14, 2008

বিরহের বেলা

সেই কথাটি

ক্লান্তি এসে স্বপ্নে মেশে
রাত্রি হলে
হৃদয়কথা রোজই তোমায়
বলবে বলে
প্রতীক্ষাময় সকাল,বিকেল

অথচ এক ঘাতক ছুরি 
অন্তঃপুরে
আমার থেকে তোমার ও’ মন
খন্ড করে
রাখছে শুধুই স্মৃতির মিশেল...

যুগল চোখে স্বপ্ন দেখা, সে রূপকথা
বসন্তে বয় হিমেল হাওয়া - স্থবিরতা!


অকরুণ

দেখা-অদেখার অন্তরালে
জমাট মেঘের পর্দা –
সহসা উত্তোলন !
তারপরে?

আমরা কিছুই পারি না,
অথবা পারি;
পারা,না পারার
মাঝখানে
হৃদয় দর্পণে জাগে
নিশ্চুপ ছায়া আর গান
কেন
‘মিলনছলে বিরহ আনো?’

Monday, July 21, 2008

প্রত্যাশা-জল

ঝেড়ে ফেলে দিই প্রত্যাশা-জল পাখির ডানার মত
নইলে শুকাবে রোদে-ঝড়ে-তাপে হেলায় বাষ্পীভূত!

মুছে নিতে হয় স্নেহালু আবেগ,বেদনায় হত স্বপ্ন
ভাবি প্রেম দিয়ে নারীকে বানাবো আমার রমণী-রত্ন -

রমণীর মন,সে অতি ভীষণ অতলে গভীর কুয়াশা
তার চেয়ে সোজা জ্ঞানান্বেষণ - দূরে রাখি সেই দুরাশা

আশা যদি দূরে,তাহলে কী করে বেঁচে থাকি বলো আঁধারে?
অপরূপ ভোরে অনাবৃত করি বিষাদ-বিনাশী ভাষাদের...

Sunday, June 29, 2008

ও আমার আগুন

নায়ক হওয়ার জন্য আজ লিখিনি কবিতা
বিশেষত তোমার কাছে বলার যত কথা

বলেছি সব ঋতবাচন,রূপক-আড়াল ফেলে
হৃদয় দিয়ে হৃদয় ছুঁয়ে তাইতো কাছে এলে

নিবিড় হয়ে যুগল চোখে যেসব স্বপ্ন লেখা
কিছু তোমার কিছু আমার পারস্পরিক শেখা

কবির লড়াই শুরু হলে ভাবি অহঙ্কারে
বিনয় করে কাঙালপনা সয়না একেবারে

আগুনটানে পিপীলিকাই আত্মাহূতি করে
ফিনিক্স পাখি অগ্নিস্নানে বারংবার মরে

এবং বাঁচে, মরণজয়ী মন্ত্র জানি তার-ই
তুমি আমার আগুন :আমার আগুনরূপা নারী!

শব্দের চাবি

এখন হৃদয় রূপকথাহীন মেঘলা
নির্জনতাও বিস্বাদ লাগে একলা...

বিনিদ্র রাতে বৃষ্টিকে ডাকি,শুনে যা
হারিয়ে ফেলেছি আমার প্রেমের দরোজা

ম্লান হেসে বলে,রাত্রি শেষের জ্যোৎস্না
ভালোবেসে আর সুখের খবর পাস্‌ না?

প্রেরণাবিরল রোদনভরা এ বরষা
শব্দের চাবি কলমেই খুঁজি ভরসা! (অমৃতলোক / বইমেলা ২০০৫)

Thursday, March 20, 2008

যুগনদ্ধ

চৈতালি হাওয়া লেগে ঝরে পড়ে কথা
গোপনে কুড়িয়ে রাখি,লিখি কবিতায়...

কবিতা কলমই লেখে প্রেয়সী আমার
মনের দু'চোখে তৃষা,দাহ অনিবার--

দাহ তো আগুনে জানি,ভালোবাসা আলো
সেও তো অনেকরঙা,লাল-শাদা-কালো

কালো নাকি শোকলীন,অশুভ-বিচ্ছেদ?
শ্যাম- গোরী যুগলের হৃদয় অভেদ!

Tuesday, March 18, 2008

রোদের গভীরে মেঘ
মেঘের গভীরে আলো
ট্রেনের তুমুল ভিড়ে
বৃষ্টি নেমে এলো
স্মৃতির গভীরে তাপ
ধূসর,কঠিন
দিন কাটে রাত যায় আমি গতিহীন...(দিনলিপি / কবিতাসীমান্ত /শারদ ২০০২)

হৃদয়ের কথা...

আমার কবিতাকে আমারি অভিমুখে তুমি
ফিরিয়ে দিয়েছিলে অমল কৌশলে কবে
জলের গহনায় সেজেছে দেখো তৃণভূমি
হৃদয়ে মুঠো মুঠো গোলাপ ফুটে ওঠো তবে...

তোমাকে ভালোবেসে মেধার ব্লেড থেকে ঝরে
কথার জলধারা গভীর প্রাণ থেকে প্রাণে,
স্মৃতির শূ্ন্যতা তোমারি চোখে ধরা পড়ে
জ্যোৎস্না রাত্রিই আমার সব কথা জানে

জানে কী রাত্রিও একাকী চাঁদ মেঘ মাখে
মাধবী পূর্ণিমা আকাশে মন খুলে দিও
ভোরের আলো ওই আমাকে মৃদু হেসে ডাকে
বৃষ্টি থামা প্রাতে প্রেমের ভাষা পড়ে নিও । (মেধাবী ব্লেডের ভাষা / কৃত্তিবাস মে ২০০৪/পুরস্কৃত কবিতা)