Thursday, March 20, 2008

যুগনদ্ধ

চৈতালি হাওয়া লেগে ঝরে পড়ে কথা
গোপনে কুড়িয়ে রাখি,লিখি কবিতায়...

কবিতা কলমই লেখে প্রেয়সী আমার
মনের দু'চোখে তৃষা,দাহ অনিবার--

দাহ তো আগুনে জানি,ভালোবাসা আলো
সেও তো অনেকরঙা,লাল-শাদা-কালো

কালো নাকি শোকলীন,অশুভ-বিচ্ছেদ?
শ্যাম- গোরী যুগলের হৃদয় অভেদ!

Tuesday, March 18, 2008

রোদের গভীরে মেঘ
মেঘের গভীরে আলো
ট্রেনের তুমুল ভিড়ে
বৃষ্টি নেমে এলো
স্মৃতির গভীরে তাপ
ধূসর,কঠিন
দিন কাটে রাত যায় আমি গতিহীন...(দিনলিপি / কবিতাসীমান্ত /শারদ ২০০২)

হৃদয়ের কথা...

আমার কবিতাকে আমারি অভিমুখে তুমি
ফিরিয়ে দিয়েছিলে অমল কৌশলে কবে
জলের গহনায় সেজেছে দেখো তৃণভূমি
হৃদয়ে মুঠো মুঠো গোলাপ ফুটে ওঠো তবে...

তোমাকে ভালোবেসে মেধার ব্লেড থেকে ঝরে
কথার জলধারা গভীর প্রাণ থেকে প্রাণে,
স্মৃতির শূ্ন্যতা তোমারি চোখে ধরা পড়ে
জ্যোৎস্না রাত্রিই আমার সব কথা জানে

জানে কী রাত্রিও একাকী চাঁদ মেঘ মাখে
মাধবী পূর্ণিমা আকাশে মন খুলে দিও
ভোরের আলো ওই আমাকে মৃদু হেসে ডাকে
বৃষ্টি থামা প্রাতে প্রেমের ভাষা পড়ে নিও । (মেধাবী ব্লেডের ভাষা / কৃত্তিবাস মে ২০০৪/পুরস্কৃত কবিতা)