Saturday, May 23, 2009

বল্মীক স্তূপের থেকে

‘ভালোবাসা ব্যথা দেয় যারে ভালোবাসে...’
- গীতবিতান

নিয়ত আঘাত করে তোমার বিস্মৃতি
যেন তুমি অন্য কোনো নারী
ফলত বিষণ্ণ আমি!

তুলসীতলায় জ্বলা একলা প্রদীপ
আমার মায়ের গূঢ় স্নেহ
তারপর তুমি : অর্ধেক আকাশ
আমাকে নিবিড় করে জানো –

তবু অনুখন কেন
বিফল প্রতীক্ষা করো জমা
বল্মীক স্তূপের মতো ?
চাপা অভিমান

আমার এ প্রেম শুধু, অনিঃশেষ ক্ষমা...

তেইশে মে-র কবিতা

১.
নিছক ‘শুভেচ্ছা’ এই পাওয়া
অথচ নিবিড় ছিল চাওয়া

তেইশে... সমস্ত দিন তোমার
চেয়েছি হৃদয়ে প্রেম জোয়ার

অথচ দিনের শেষে আমি
উদাসী একলা মরু- ভূমি

ভেঙেছে স্বপ্ন দেখা
জেনেছি দুঃখের পরিসীমা

গ্রীষ্ম-জাতক একা
নিরালোক বুদ্ধপূর্ণিমা !

২.
চতুর্বিংশ জন্মদিন শূন্যতার
আলোর খোঁজে খুব ব্যাকুল মন আমার -
দু’চোখ ভরা রিক্ততার জলছবি
নীরস দিন,বিরস কাজ – মূক কবি...