Monday, July 21, 2008

প্রত্যাশা-জল

ঝেড়ে ফেলে দিই প্রত্যাশা-জল পাখির ডানার মত
নইলে শুকাবে রোদে-ঝড়ে-তাপে হেলায় বাষ্পীভূত!

মুছে নিতে হয় স্নেহালু আবেগ,বেদনায় হত স্বপ্ন
ভাবি প্রেম দিয়ে নারীকে বানাবো আমার রমণী-রত্ন -

রমণীর মন,সে অতি ভীষণ অতলে গভীর কুয়াশা
তার চেয়ে সোজা জ্ঞানান্বেষণ - দূরে রাখি সেই দুরাশা

আশা যদি দূরে,তাহলে কী করে বেঁচে থাকি বলো আঁধারে?
অপরূপ ভোরে অনাবৃত করি বিষাদ-বিনাশী ভাষাদের...