Wednesday, March 31, 2010

কবিতা বনিতা চ

।। ।।

কবিতা বনিতা হ’লে নিঃসঙ্গতা বাড়ে

তখন কবিতাই

ঘর,বাড়ি

এবং সন্তান

রাতের শয্যা জুড়ে স্বপ্নবিলাস –

কখনো স্বয়মাগতা শরীরের দাবি

উষ্ণ শব্দের মায়া তৃষ্ণা ভোলায়

।। ।।

ভেবেছি শাশ্বত ‘প্রেম’ তোমার-আমার

আমি তো হেরম্ব নই,

এই জেনে –

কিন্তু অমূল স্বপ্ন

অরণ্যে রোদন

আনন্দ কোথাও নেই কিংবা সুপ্রিয়া ...

পিছোতে পিছোতে কতদূর ?

।। ৩।।

সাজানো প্রেমের চিতা

শোকের মিছিল

স্তব্ধ

সময়, আলো

বিষণ্ণ অবসর :

‘গান নয়’

নিকষ অন্ধকারে প্রলয়ের ঢেউ গোনা...

# # #

ভালোবেসে ভুল হ’লে বাঁচি কবিতায় !

1 comment:

Unknown said...

ভালোবেসে ভুল হ’লে বাঁচি কবিতায় ...

-এই লাইন'টা দারুন ... :)