Saturday, November 22, 2008

নিঃসময়ের কবিতা

 

‘সময় হয়নি’   

একথা বলেই

নীরব হয়েছ       তুমি

 

নির্জন তারা      

হৃদয় তখন

অনাশ্রয়িত          ভূমি

 

সেই ক্ষণে ছিল    

পরম লগন

নিঃসময়ের         শেষে

 

ভুল করে তবু

ফিরিয়ে দিয়েছ

বিষাদ-কে ভালো-  বেসে

 

কবিতাই প্রেম

প্রেমের কবিতা

এ শুধু আমার      চাওয়া

 

সেই প্রত্যয়ে

কেন এনে দাও

সাগরিক নোনা    হাওয়া !

 

 

উদাসীন

 

‘তোমার সে উদাসীনতা সত্য কিনা জানি না সে,

চঞ্চল চরণ গেল ঘাসে ঘাসে বেদনা মেলে...’

                                          - গীতবিতান

১.

প্রতীক্ষায় লীন তুমি

ভেবেছ ব্যর্থ দিন ,আমি

স্রোতের মতন উদাসীন !

 

সহসা ভেঙেছে ভুল সুরে

হারাক বেদনামূল দূরে

থাক্‌ চিরদিন

কবিতায় গেঁথে রাখি গভীর হৃদয়

প্রেম অমলিন।

 

২.

ঠিকানা বেভুল হলো তবে?

নাকি দূরসঞ্চারে গোপন অসুখ কোনো

মেঘের অচেনা মন উদাসীনতায় ভারি

যদি হবে

ভোরের আলোর চোখে স্নায়ব বেদনা

গাঢ় কেন?

চুইংগামের মতো ক্লান্ত অপেক্ষা

আজ যেন...