Thursday, August 14, 2008

বিরহের বেলা

সেই কথাটি

ক্লান্তি এসে স্বপ্নে মেশে
রাত্রি হলে
হৃদয়কথা রোজই তোমায়
বলবে বলে
প্রতীক্ষাময় সকাল,বিকেল

অথচ এক ঘাতক ছুরি 
অন্তঃপুরে
আমার থেকে তোমার ও’ মন
খন্ড করে
রাখছে শুধুই স্মৃতির মিশেল...

যুগল চোখে স্বপ্ন দেখা, সে রূপকথা
বসন্তে বয় হিমেল হাওয়া - স্থবিরতা!


অকরুণ

দেখা-অদেখার অন্তরালে
জমাট মেঘের পর্দা –
সহসা উত্তোলন !
তারপরে?

আমরা কিছুই পারি না,
অথবা পারি;
পারা,না পারার
মাঝখানে
হৃদয় দর্পণে জাগে
নিশ্চুপ ছায়া আর গান
কেন
‘মিলনছলে বিরহ আনো?’