Thursday, June 7, 2012


রঙ্গিলা পাখির ডাকে       


রঙ্গিলা পাখির ডাকে আষাঢ় ঘনায়
যারা চলে যায় যেন ফিরে আসে কেউ;
হয়তো মুখের ছবি আবছা এখন
মন বলে চিনি শুধু ভুলে গেছি নাম
মেঘ-বাদলের খেলা, মৃদু অভিমান
জড়িয়ে নিয়েছে গায়ে মেদুর বিকেল
অনন্ত কথার ছায়া পড়েছে আকাশে
রাজপথে নেমে আসে তুমুল বর্ষণ –

পথে পথে ঘুরে কাটে কাজের প্রহর
রবীন্দ্র-গানের সুরে উদাসী এ-মন
সুর নয় কথা খুঁজি, কোনো এক নাম
হারানো যৌবন থেকে উঠে আসে স্মৃতি
মুঠোফোনে বাজে মৃদু রাতের রাগিণী
গানের আখরে গাঁথি সাহানায় বাণী... [দৈনিক কলম / সাহিত্য / এপ্রিল ২০১২]

No comments: