Sunday, June 29, 2008

ও আমার আগুন

নায়ক হওয়ার জন্য আজ লিখিনি কবিতা
বিশেষত তোমার কাছে বলার যত কথা

বলেছি সব ঋতবাচন,রূপক-আড়াল ফেলে
হৃদয় দিয়ে হৃদয় ছুঁয়ে তাইতো কাছে এলে

নিবিড় হয়ে যুগল চোখে যেসব স্বপ্ন লেখা
কিছু তোমার কিছু আমার পারস্পরিক শেখা

কবির লড়াই শুরু হলে ভাবি অহঙ্কারে
বিনয় করে কাঙালপনা সয়না একেবারে

আগুনটানে পিপীলিকাই আত্মাহূতি করে
ফিনিক্স পাখি অগ্নিস্নানে বারংবার মরে

এবং বাঁচে, মরণজয়ী মন্ত্র জানি তার-ই
তুমি আমার আগুন :আমার আগুনরূপা নারী!

শব্দের চাবি

এখন হৃদয় রূপকথাহীন মেঘলা
নির্জনতাও বিস্বাদ লাগে একলা...

বিনিদ্র রাতে বৃষ্টিকে ডাকি,শুনে যা
হারিয়ে ফেলেছি আমার প্রেমের দরোজা

ম্লান হেসে বলে,রাত্রি শেষের জ্যোৎস্না
ভালোবেসে আর সুখের খবর পাস্‌ না?

প্রেরণাবিরল রোদনভরা এ বরষা
শব্দের চাবি কলমেই খুঁজি ভরসা! (অমৃতলোক / বইমেলা ২০০৫)