Sunday, October 26, 2008

সব পথ এসে


১.

আমার হৃদয়ে কোনো অবিশ্বাস নেই

আমি তো তোমাকে জানি!

যখনই জীবনে আসে ঝড়ের আঘাত –

আমরা ঈশ্বর মানি


মায়াবী বৃষ্টির কাছে ঋণ শোধ করে

সোনালি রোদের আলো;

রবীন্দ্র-প্রেমের গান শারদ মন্ত্রের মতো

আশিস জানালো...

 

২.

আমাদের ডেকে বলে     আযোজন পথ

:‘ভালোবাসো,জয়ী হও’ –নিলাম শপথ

জমানো বেদনা হলো       কবিতায় লীন

কুসুমিত সব কাঁটা,         প্রেম বাধাহীন...


(ভাষানগর_পুজো ১৪১৫)

Monday, October 20, 2008

জন্মদিনের কবিতা

ইদানিং গাঢ় স্বরে কিছুই বলি না

আগামী স্বপ্ন সব সরিয়ে রেখেছি ভীরু হাতে;

 

আবেগ-রঙিন পথে আমরা হাঁটি না

তর্কে জটিল প্রেম , কথার অভ্যাসে দিন কাটে

 

ব্যস্ত প্রহরে তবু কাজের বৃত্তে ঘুরে যাওয়া

দারুণ দহনবেলা... আমাদের সব চাওয়া-পাওয়া

 

কেমন শান্ত , যেন বরফ-কঠিন নিস্তব্ধতা -

প্রবল বিরোধাভাসে হারিয়েছি সেইসব কথা

 

যে কথা সবার নয়,তোমার-আমার চোখে লেখা...

মধ্যরাত্রে শুধু কবি ও কবিতা জাগে একা!