Monday, September 21, 2009

একটি অপ্রেমের কবিতা

‘রমণী’ শব্দের পাশে প্রগাঢ় বিদ্বেষ
লিখে রাখি মাঝে মাঝে জাগে ক্ষণক্রোধ
প্রশমিত হলে ভাবি আমি কি নির্বোধ
মুছে ফেলি আলগোছে লাগে মোহাবেশ

জীবনানন্দের চোখে ধুলো,কাদা,ব্যথা
সোনার পিত্তলমূর্তি নারীরা অপ্রেম
ভুলে যায় অনায়াসে প্রতিশ্রুত কথা
নাগরিক এ জীবন রঙ্‌চটা ফ্রেম

সেই ফ্রেম তুলে এনে তরুণ প্রেমিক
আনমনে আঁকে তার আবেগ,প্রত্যাশা
সরল হৃদয়ে ভাবে তার ভালোবাসা
ছায়া নয়,কথা রাখে ধরা দেবে ঠিক

বৃথাই সে স্বপ্ন তার জীবন বাস্তব
প্রখর বাতাসে ছেঁড়ে অভুল বিশ্বাস
আহত বিস্ময়ে কাঁদে মেটে না তিয়াস
বোঝে প্রেম গূঢ় ফাঁকি মায়া-অবয়ব

তবুও কি স্বপ্ন প্রেম ফাঁকি,মায়া,মোহ?
মেধা ও আবেগ বলে প্রবল বিদ্রোহে
না,জলেরই মতন সে জীবন,নিঃশ্বাস
প্রেমেরই কবিতা লেখে পৃথিবী,আকাশ...

(উনিশ-কুড়ি-তে প্রকাশিত)

No comments: