Monday, October 20, 2008

জন্মদিনের কবিতা

ইদানিং গাঢ় স্বরে কিছুই বলি না

আগামী স্বপ্ন সব সরিয়ে রেখেছি ভীরু হাতে;

 

আবেগ-রঙিন পথে আমরা হাঁটি না

তর্কে জটিল প্রেম , কথার অভ্যাসে দিন কাটে

 

ব্যস্ত প্রহরে তবু কাজের বৃত্তে ঘুরে যাওয়া

দারুণ দহনবেলা... আমাদের সব চাওয়া-পাওয়া

 

কেমন শান্ত , যেন বরফ-কঠিন নিস্তব্ধতা -

প্রবল বিরোধাভাসে হারিয়েছি সেইসব কথা

 

যে কথা সবার নয়,তোমার-আমার চোখে লেখা...

মধ্যরাত্রে শুধু কবি ও কবিতা জাগে একা!                     

1 comment:

মাল্যবান said...

আরো কবিতা পড়তে চাই। আপনার কবিতা ভাল লেগেছে। নিয়মিত লেখেন ?
মাল্যবান।
http://malyaban.blogspot.com